আমাদের সম্পর্কে
About Us – নূর আহমদ
Our Founder
নূর আহমদ। পেশায় শিক্ষকতা। শখ: লেখালেখি। ছাত্রজীবন থেকে বিভিন্ন জাতীয় সাপ্তাহিক এবং মাসিক পত্রিকায় লেখালেখি শুরু। কর্মজীবনে দৈনিক পত্রিকায় লেখা শুরু হয়। জাতীয় সমস্যা নিয়ে আগে লেখা হতো বেশি। ২০১৫ সাল থেকে ফিটনেস বিষয়ে লেখালেখি হচ্ছে। বাংলাদেশের কয়েকটি জাতীয় দৈনিক ফিটনেস বিষয়ক বেশ কয়েকটি লেখা প্রকাশিত হয়েছে।
Company History
২০২৪ সালে এই ওয়েবসাইট তৈরি করা হয়।
Our Mission
মানুষকে ফিটনেস বিষয়ে সচেতন করা লেখালেখির প্রধান উদ্দেশ্য। মানুষ এখন যেই রোগগুলোতে সবচেয়ে বেশি আক্রান্ত হয় এবং মারা যায়, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাক। এই তিনটি রোগের সঠিক কারণ এবং এগুলো থেকে নিরাপদ থাকার বা এগুলো প্রতিরোধের সঠিক উপায় জানা যাবে লেখাগুলো পড়লে। পাশাপাশি ব্রেইন স্ট্রোক এবং ক্যান্সারের কারণ নিয়েও গবেষণামূলক নিবন্ধ এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
Meet Our Team
- নূর আহমদ – ওয়েসাইটের প্রতিষ্ঠাতা।
- নূর আহমদ – ওয়েসাইট পরিচালনা।
Contact Information
- Email: ahmednur678@gmail.com
- Phone: 01711121853
- Website: https://nurahmedwriter.blogspot.com
Connect With Us
https://www.facebook.com/nurahmad.teacher | |